গাজীপুরের কালিগঞ্জে প্রেমের টানে ঘর ছাড়া স্কুল পড়ুয়া ছাত্রের সঙ্গে ২০ বছরের তরুনী
রনি আহমেদ:
গাজীপুরের কালীগঞ্জে অষ্টম শ্রেনিতে পড়ুয়া (১৪ )বছরের এক কিশোরকে প্রেম নিবেদন করতে (২০)বছরের তরুনীর পালিয়ে যায় । শনিবার ২৩ অক্টোবর২০২১ই পালিয়ে যাওয়ার পর ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গাজীপুর জেলার একটি স্বনামধন্য স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ওই কিশোর। সে এবার অষ্টম শ্রেণিতে ওই স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার বাড়ি কালীগঞ্জ উপজেলায়। সর্ম্পকে তারা চাচি ভাতিজা ।
শনিবার (২৩ অক্টোবর)২০২১ইং বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোর। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করা হয়। সেখানে তারা একটি ভাড়া বাড়ির সন্ধান করছিল।
উদ্ধার হওয়া ঐ কিশোরের তথ্যমতে,করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় পার্শ্ববর্তী ওই নারীর বাড়িতে গিয়ে তার ওয়াইফাই সংযোগ নিয়ে মোবাইল ফোনে গেম খেলতো । এভাবে প্রতিদিন যাওয়া আসার এক পর্যায়ে ভাল লাগা থেকে ভালবাসা অত:পর প্রেমের প্রস্তাব। উভয়ের ভাল লাগার মধ্যে কিছু না বুঝেই কিশোর এবং ঐ তরুনী রাজি হয়ে যায়। এভাবে তাদের তিন থেকে চার মাস প্রেম চলে। এরই মধ্যে ওই নারীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায় ঐ কিশোর।
কালীগঞ্জ থানার আমিনুল ইসলাম উপ-পরিদর্শক জানান,থানায় নিখোঁজের বরাত দিয়ে একটি জিডির অনুসন্ধান করতে গিয়ে ঢাকার নাখালপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন, তারা প্রেমের টানে ঘরে ছেড়েছিলেন। তবে এ ঘটনার পর দুই পক্ষের অভিভাবকের কাছে দু-জনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।